Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ফুটপাতমুক্ত করতে ২২ সেপ্টেম্বর থেকে ডিএনসিসির অভিযান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ১৭ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

ফুটপাতমুক্ত করতে ২২ সেপ্টেম্বর থেকে ডিএনসিসির অভিযান

ছবি- সংগৃহীত

অবৈধ স্থাপনার দখল হতে সড়ক ও ফুটপাত মুক্ত করতে ২২ সেপ্টেম্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

উত্তরের মেয়র আতিকুল ইসলাম মঙ্গলবার সিটি করপোরেশন কার্যালয়ে এক বৈঠকে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘কাউকে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করতে দেয়া হবে না।’

সড়ক ও ফুটপাতকে অবৈধ দখলমুক্ত করার অভিযানে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান আতিক। তিনি সতর্ক করে দেন যে যারা নির্মাণ সামগ্রী রেখে সড়ক ও ফুটপাত বন্ধ করে রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer