Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ২৪ জুন ২০২১

প্রিন্ট:

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এতে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত বেনিগনো অ্যাকুইনো ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

অ্যাকুইনোকে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কমপক্ষে পাঁচ মাস ধরে কিডনির ডায়ালাইসিস করছিলেন এবং সম্প্রতি হার্টের অপারেশন করেছেন।

এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের বিচারপতি মারভিক লিওনেন জানান, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আজ সকালেই সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো আকুইনোর মৃত্যুর খবর পেয়েছি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer