Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প: নিহত ১১

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ২৩ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প: নিহত ১১

ঢাকা : একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনের লুজান দ্বীপে। সোমবার স্থানীয় সময় ৫টা ১১ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্প আঘাতে নিহতের সংখ্যা অন্তত ১১ জন। 

জানা গেছে, ফিলিপাইনের লুজান দ্বীপে স্থানীয় সময় ৫টা ১১ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। এতে সেখানকার একটি বিমানবন্দরের দুইটি ভবন ধসে পড়ে। এছাড়াও ভূমিকম্পে দেশটির রাজধানী ম্যানিলার উত্তর-পশ্চিমের প্রদেশ পামপাঙ্গাতে একটি ভবন ধ্বসে এর নিচে চাপা ও আটকা পড়েছে অসংখ্য মানুষ। ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পামপাঙ্গার গভর্নর স্থানীয় জানান, `ভূমিকম্পের পর একটি দোকান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া লুবাউ শহর থেকে নাতিসহ এক বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে`। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer