Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ফিফা র‌্যাংকিংয়ে আরও অবনতি বাংলাদেশের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ১৬ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

ফিফা র‌্যাংকিংয়ে আরও অবনতি বাংলাদেশের

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশিত ১২ আগস্টের হালনাগাদে বাংলাদেশ চার ধাপ পিছিয়ে ১৮৮ নম্বরে চলে গিয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবার  প্রকাশিত র‌্যাংকিংয়ে আরও অবনতি হলো জামাল ভূঁইয়াদের। এবার বাংলাদেশ নেমেছে এক ধাপ।

বাংলাদেশের আগের রেটিং পয়েন্ট ছিল ৯০৯.১১। নতুন হালনাগাদে ১৮৯ নম্বরে চলে আসায় জেমি ডের শিষ্যদের রেটিং পয়েন্ট ৯০৬.৮৪। আগের চেয়ে ২.২৭ রেটিং পয়েন্ট কমেছে তাদের।

বাংলাদেশের এই অবনমনের কারণ পরপর দুটি ম্যাচে হারা। এ মাসের ৫ তারিখ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ দল ২-০ গোলে হার বরণ করে ফিলিস্তিনের বিপক্ষে। এরপর ৭ সেপ্টেম্বর জামালরা হারেন কিরগিজস্তানের বিপক্ষে, স্কোর লাইন ৪-১। সেই দুটি হার এবার বাংলাদেশের ফিফা র‌্যাংকিংয়ে প্রভাব ফেলল।

আগের মতোই এক ও দুই নম্বর স্থানটি সুরক্ষিত রয়েছে, সবার শীর্ষে এডেন হ্যাজার্ড-রোমেলু লুকাকুদের বেলজিয়াম। রবার্তো মার্টিনেজের শিষ্যদের রেটিং পয়েন্ট ১৮৩২.৩৩। দুইয়ে থাকা ব্রাজিলের রেটিং পয়েন্ট ১৮১১.৭৩। পরিবর্তন এসেছে তিন নম্বর পজিশনটিতে। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে টপকে চার থেকে তিনে উঠে এসেছে ইউরো চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া ইংল্যান্ড। গারেথ সাউথগেটের শিষ্যদের রেটিং পয়েন্ট ১৭৫৫.৪৪।

কোপা আমেরিকা এবং ইউরোর খেতাব জয়ের পর ফিফা ব়্যাংকিংয়ে এগিয়েছিল আর্জেন্টিনা ও ইতালি। এবারের র‌্যাংকিংয়ে তাদের অবস্থান আগের মতোই আছে। ১৭৩৫ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে ইতালি ও ১৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এগিয়েছে এক ধাপ। ১৬৭৪ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান সপ্তম স্থানে। অন্যদিকে স্পেন ১৬৭৩ রেটিং পয়েন্ট নিয়ে একধাপ নিচে নেমে আট নম্বরে চলে এসেছে। আগেরবারও একধাপ অবনমন হয়েছিল তাদের।

সেরা দশের বাকি দলগুলো হলো- মেক্সিকো ও ডেনমার্ক। ১১ নম্বরে আছে নেদারল্যান্ডস, ১২ নম্বরে লুইস সুয়ারেজদের উরুগুয়ে। যুক্তরাষ্ট্র ১৩ নম্বরে থাকলেও জার্মানি আছে ১৪ নম্বরে। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার অবস্থান ১৭ নম্বরে।

২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পয়েন্ট পাওয়া ভারতের ব়্যাংকিংয়ের দুই ধাপ অবনতি হয়েছে। আগে ব্লু টাইগার্সরা ছিল ১০৫ নম্বরে, এবার নেমে গেছে ১০৭ নম্বরে। এশীয় দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাপান (২৬)।
সাম্প্রতিক সময়

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer