Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ফিফা ও এএফসি’র ম্যাচ ২০২১ সাল পর্যন্ত স্থগিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৮, ১২ আগস্ট ২০২০

প্রিন্ট:

ফিফা ও এএফসি’র ম্যাচ ২০২১ সাল পর্যন্ত স্থগিত

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফিফা বিশ্বকাপ কাতার-২০২২ এবং এএফসি এশিয়ান কাপ চীন-২০২৩ এর বাছাই পর্বের বাংলাদেশ দলের বাকি চার ম্যাচ ২০২১ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

গ্রুপ-ই এর বাকি ম্যাচগুলো এ বছরের মার্চ-এপ্রিলের হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে ঘোষিত লকডাউনের ফলে ম্যাচগুলো পিছিয়ে অক্টোবর-নভেম্বরে নিয়ে যাওয়া হয়।

আগের সময়সূচি অনুসারে, সিলেট স্টেডিয়ামে আফগানিস্তান, ভারত এবং ওমানের সাথে যথাক্রমে ৮ অক্টোবর এবং ১২ ও ১৭ নভেম্বর স্বাগতিকদের ম্যাচগুলো খেলার কথা ছিল। আর এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে একমাত্র ম্যাচটি দোহাতে ১২ অক্টোবর হওয়ার কথা ছিল।

তবে, কোভিড মহামারি এখনও বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। তাই এএফসি এবং ফিফা যৌথভাবে ম্যাচগুলো পরের বছর পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পরে ম্যাচগুলোর নির্দিষ্ট তারিখ এবং ফিক্সচার প্রকাশ করা হবে। খবর ইউএনবি’র 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer