Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ফিনল্যান্ডের সৈকতজুড়ে ডিম্বাকৃতি বরফ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:২০, ১১ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

ফিনল্যান্ডের সৈকতজুড়ে ডিম্বাকৃতি বরফ

ঢাকা : ফিনল্যান্ড কয়েক হাজার বছর আগেও বরফে ঢাকা ছিল বলে ধারণা করা হয়। দেশটির হাজার হাজার হ্রদও নাকি সৃষ্টি হয়েছে বরফের চাপে মাটি দেবে যাওয়ার কারণে। এ দেশে এবার দেখা গেছে বিরল এক ঘটনা। দেশটির সৈকতজুড়ে ছড়িয়ে থাকতে দেখা গেছে হাজার হাজার ডিম্বাকৃতির বরফের পিণ্ড।সম্প্রতি প্রকৃতির এমন বিরল আচরণ নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

ফিনল্যান্ডের হাইলুতু দ্বীপের বথনিয়া উপসাগরের সৈকতে এমন দৃশ্য দেখতে আসা অনেকের মধ্যে অপেশাদার চিত্রগ্রাহক রিসতো ম্যাটিলাও একজন। নিকটবর্তী ওলু শহর থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন তিনি।তিনি জানান, এর আগে এমন দৃশ্য দেখেননি কখনোই।

বরফ ডিম ছড়িয়ে ছিটিয়ে ছিল সৈকতের প্রায় ১০০ ফুট জায়গা জুড়ে। সবচেয়ে ছোটগুলো দেখতে ঠিক ডিমের মতোই দেখাচ্ছিল আর বড়গুলো দেখাচ্ছিল ফুটবলের মতো।বিবিসির আবহাওয়া বিশেষজ্ঞ জর্জ গুডফেলো বলেন, ঠাণ্ডা আবহাওয়া এবং ঝড়ো বাতাসের কারণে বড় বরফ ভেঙে ছোট ছোট ডিম্বাকৃতি ধারণ করেছে।

এর আগে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের শিকাগোর মিশিগান হ্রদেও এমন দৃশ্য দেখা গিয়েছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer