Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ফারুককে কেবিনে স্থানান্তর, কথা বলেছেন স্বজনদের সঙ্গে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ২৮ এপ্রিল ২০২১

আপডেট: ২১:৫৩, ২৮ এপ্রিল ২০২১

প্রিন্ট:

ফারুককে কেবিনে স্থানান্তর, কথা বলেছেন স্বজনদের সঙ্গে

ফাইল ছবি

বিশিষ্ট অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুককে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ৩৭ দিন পর তিনি স্বজনদের সঙ্গে কথাও বলেন। 

বুধবার সন্ধ্যায় ফারুকের ছেলে রওশন হোসেন পাঠান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘বাবাকে গতকাল কেবিনে স্থানান্তর করা হয়েছে। দেশবাসীর দোয়ায় তিনি সেরে উঠছেন। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ফারুক রক্তে সমস্যা, পাকস্থলীতে রক্তক্ষরণ ও করোনা আক্রান্ত হয়ে গত ২১ মার্চ থেকে অচেতন অবস্থায় আইসিইউতে ছিলেন। এর আগে ১৫ মার্চ খিচুনি হওয়ার পর ফারুকের মস্তিষ্কে একটি সিজার করা হয়েছিল। এরপর তার নড়াচড়া এবং কথা বলা সীমিত হয়ে পড়েছিল। এরপর আইসিইউতে পাঠানো হয়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer