Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

‘ফখরুল বাড়ির মালিককে নয়, চাকরকে বিচার দিয়ে এসেছেন’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ১৭ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘ফখরুল বাড়ির মালিককে নয়, চাকরকে বিচার দিয়ে এসেছেন’

ঢাকা : নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কোনো সহিংসতার চেষ্টা করলে জনগণ সমুচিত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য রাখেন তিনি। হাছান মাহমুদ অভিযোগ করে বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি মিথ্যাচার করছে।

হাছান মাহমুদ বলেন, ‘যে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র করা শুরু করেছে। বিএনপি-জামায়াত ঘোষণা দিয়েছে, সামনের মাস থেকে আন্দোলনে নামবে। আর তাদের আন্দোলন মানেই গাড়ি ভাঙচুর, মানুষ পোড়ানো। এবারও যদি তারা এমন কোনো কিছু করার পায়তারা করে তবে আমরা জনগণকে সঙ্গে নিয়ে কঠিনভাবে তা দমন করবো।’

তিনি আরো বলেন, ‘বিএনপি একটি জালিয়াত দল হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। তারা গত বছর বলেছিল, ভারতের বিজেপি নেতা অমিত সাহা নাকি তাদের ফোন দিয়েছিল, পরে অমিত সাহার অফিস থেকে জানা গেল তারা কোনো ফোন দেয়নি। এরপর মার্কিন সিনেটর এবং কংগ্রেস ম্যান। ৫জন কংগ্রেস ম্যানের স্বাক্ষর জাল করে তারা পত্রিকায় তাদের পক্ষে বিবৃতি দিল। সর্বশেষ বাংলাদেশে ঘটা করে প্রচার দিলেন, জাতিসংঘ তাকে ডেকেছে। পরে জাতিসংঘ থেকে জানা গেল তারা তাদের ডাকেন নাই। জাতিসংঘের মহাসচিব রয়েছেন ঘানায় আর তারা দেখা করেছেন জাতিসংঘের সর্বনিম্ন কর্মকর্তা সহকারী মহাসচিবের সঙ্গে। বিএনপি বাড়ির মালিককে নয়, চাকরকে বিচার দিয়ে এসেছেন। যেকোনো বাড়িতে গেলে, বাড়ির মালিক বিদেশ, চাকর কয় আমারে দিয়ে যান। ঘটনাটা এরকমই।’

হাছান মাহমুদ আরো বলেন, ‘বিএনপির যে এত দৈন্য দশা, তারা তাদের এই কাজ দিয়ে নিজেদের অবস্থার প্রমাণ দিচ্ছেন। ওনাদের মিছিলে সর্বোচ্চ লোক ৫০-১০০ জন। ওনারা এখন জাতীয় ঐক্য। যারা মিছিলে ১০০ জন লোক জোগাড় করতে পারেন না, তাদের আবার জাতীয় ঐক্য।’

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer