Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য : উত্তাল করাচি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮, ২ জুলাই ২০২২

আপডেট: ১৭:২৯, ২ জুলাই ২০২২

প্রিন্ট:

পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য : উত্তাল করাচি

ভারত নয় এবার পাকিস্তান, পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যে উত্তাল হল পাকিস্তানের করাচি। ঘটনার সুত্রপাত করাচির এক শপিং মলের ওয়াইফাই ডিভাইসে পয়গম্বরকে নিয়ে বিতর্কিত লেখা ভেসে ওঠা কে নিয়ে। যা দেখা মাত্র ক্ষোভে উন্মত্ত একদল লোক স্যামসাং বিলবোর্ডে ভাঙচুর চালায়। আন্তর্জাতিক ওই সংস্থার বিরুদ্ধে ধর্মীয় আঘাতের অভিযোগও আনা হয়েছে। খবর আজকাল`র।

এদিকে পাকিস্তানের সংবাদপত্র ডন সূত্রে খবর, করাচির ওই শপিং মলে সমস্ত ওয়াইফাই ডিভাইস বন্ধ করে দিয়েছে পুলিশ এবং স্যামসাং সংস্থার ২০ জন কর্মীকে আটক করেছে। যে ডিভাইসে বিতর্কিত লেখাটি দেখা গেছিল সেটিও বাজেয়াপ্ত হয়েছে।

এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে স্যামসাং পাকিস্তান। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, সমস্ত ধর্মের প্রতি নিরপেক্ষ অবস্থান তাদের। সমস্ত ধর্ম এবং বিশ্বাসের প্রতি তারা সম্মান প্রদর্শন করে। এই ঘটনায় সংস্থাটি অভ্যন্তরীণ তদন্ত করছে বলেও জানানো হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer