Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে আঁতাত করেননি ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ২৫ মার্চ ২০১৯

প্রিন্ট:

প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে আঁতাত করেননি ট্রাম্প

ঢাকা : ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার সঙ্গে রুশ সংযোগ ছিল না বলে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এ ঘটনা তদন্তে নিযুক্ত বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার।

রিপোর্টের সারসংক্ষেপ রোববার মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট পদকে কাজে লাগিয়ে অবৈধভাবে বিচার বাধাগ্রস্ত করেছেন কিনা তা ওই সারসংক্ষেপে উল্লেখ করা হয়নি।

কংগ্রেসের জন্য প্রতিবেদনটির সারসংক্ষেপ তৈরি করেছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। কংগ্রেসে ওই সারসংক্ষেপ উপস্থাপন করার পর প্রতিক্রিয়া জানাতে এক টুইট বার্তায় ট্রাম্প লিখেন, কোনও আঁতাত হয়নি, কোনও অন্তরায় তৈরি করা হয়নি।

ট্রাম্প বরাবরই এই তদন্ত প্রক্রিয়াকে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করে এসেছেন। রোববার তিনি বলেছেন, ‘এটা এ দেশের জন্য লজ্জার যে এমন একটা ব্যপার হলো’ এবং পুরো তদন্তকে তিনি অবৈধ দাবি করে বলেন যে তা ব্যর্থ হয়েছে।
ট্রাম্পের রুশ সংযোগ তদন্তের জন্য বিশেষ কৌঁসুলি নিযুক্ত হওয়ার ২২ মাসের মাথায় এ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন রবার্ট মুলার। তবে ইতোমধ্যেই ট্রাম্পের সাবেক ছয়জন ঘনিষ্ঠ সহযোগী এবং কয়েক ডজন রুশ নাগরিককে অভিযুক্ত করা হয়েছে, কোনও কোনও ক্ষেত্রে তাদের জেলে পাঠানো হয়েছে।

রবার্ট মুলার তার প্রতিবেদনে ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে আর কোনও অভিযোগ তোলার সুপারিশ করেননি। তবে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পক্ষে কোনও সাফাই ও দেননি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer