Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

প্রাথমিকে ১৯ দিনের ছুটি ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ২৫ জুন ২০২২

প্রিন্ট:

প্রাথমিকে ১৯ দিনের ছুটি ঘোষণা

আসন্ন ঈদুল আজহা, আষাঢ়ি পূর্ণিমা ও গীষ্মকালীন ছুটি মিলেয়ে ১৯ দিনের ছুটি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।ঘোষণা অনুযায়ী, ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিনের ছুটি পাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার প্রকাশিত প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক অফিস আদেশ ওই ছুটি ঘোষণা করা হয়।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটির সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মের পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করে নির্ধারণ করা হলো।

সে অনুযায়ী, আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি এবং ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমার ছুটি। সবমিলিয়ে ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন বন্ধ থাকছে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি পাঠদান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer