Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

প্রাথমিক সমাপনী বৃত্তির ফল প্রকাশ মঙ্গলবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৬, ২৪ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

প্রাথমিক সমাপনী বৃত্তির ফল প্রকাশ মঙ্গলবার

মঙ্গলবার ২০১৯ সালের প্রাথমিক সমাপনী বৃত্তির ফল প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

তিনি জানান, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। বিকেলে গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

গত ৩১ ডিসেম্বর ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৫০ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন পরীক্ষার্থী। ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল।

এদের মধ্যে পাস করে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন ছাত্র এবং ১২ লাখ ৭১ হাজার ৫৮৯ জন ছাত্রী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer