Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

প্রাণনাশের হুমকির মুখে কাশ্মীরে ২৪ পুলিশ সদস্যের পদত্যাগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ২২ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রাণনাশের হুমকির মুখে কাশ্মীরে ২৪ পুলিশ সদস্যের পদত্যাগ

ঢাকা : ভারত শাসিত কাশ্মীরে প্রাণনাশের হুমকির মুখে ২৪ জনেরও বেশি বিশেষ পুলিশ কর্মকর্তার (এসপিও) পদত্যাগ করার খবর পাওয়া গেছে। শুক্রবার ওই এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের হাতে তিন এসপিও সদস্য নিহত হওয়ার পর তারা পদত্যাগ করলেন। শনিবার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে একথা জানা যায়।

যদিও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পদত্যাগের কথা প্রত্যাখান করে বলেছে, এটি একটি ‘ভুয়া’ খবর।

এসপিও’র কয়েক সদস্যের এক ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাদেরকে পদত্যাগপত্র প্রদর্শন করতে দেখা যাচ্ছে। এসব পুলিশ কর্মকর্তার একজন বলছেন, ‘এমন পরিস্থিতিতে আমি আতংকিত। ফলে আমি চাকুরি ছেড়ে দিচ্ছি। আমি হলফনামা তৈরী করেছি এবং পদত্যাগের ফর্ম এনেছি। পদত্যাগের অনুমোদন নেয়ার জন্য আমি বৃহস্পতিবার পুলিশ বিভাগে গিয়েছি।’

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব কর্মকর্তার পদত্যাগের খবরকে ভুয়া এবং অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেছে।

বাসস 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer