Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

প্রাকৃতিক পদ্ধতিতে খৈয়া গোখরার ডিম ফুটে বাচ্চা

নূরুল মোহাইমীন মিল্টন, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৯, ২৯ আগস্ট ২০২১

প্রিন্ট:

প্রাকৃতিক পদ্ধতিতে খৈয়া গোখরার ডিম ফুটে বাচ্চা

ছবি- বহুমাত্রিক.কম

বন বিভাগের বিশেষ ব্যবস্থাপনায় প্রাকৃতিক পদ্ধতিতে নিবিড় পরিচর্যায় খৈয়া গোখরা সাপের ডিম থেকে বাচ্চা হয়েছে। দীর্ঘ ৪৫ দিন পর খৈয়া গোখরার ১৫টি বাচ্চা জন্ম নেয়। গত ২৮ আগস্ট সকালে লাউয়াছড়া রেঞ্জ অফিসে ডিম ফুটে বাচ্চা দেয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, আদমপুর ইউনিয়ন থেকে ১৫টি ডিমসহ একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করে বন বিভাগ। পরে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করলেও ডিমগুলো কৃত্রিম প্রজননের জন্য লাউয়াছড়া রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ৪৫ দিন পর ডিমগুলো ফুটে খৈয়া গোখরার ১৫টি বাচ্চা জন্ম নেয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, প্রথমবারের মতো সিলেট বিভাগে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বক্সের মধ্যে কৃত্রিমভাবে ১৫টি ডিমের গোখরার বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, এ অঞ্চলে এই প্রথম কৃত্রিমভাবে গোখরার বাচ্চা ফোটানো সক্ষম হয়েছে। খৈয়া গোখরা সাপের বাচ্চাগুলো কয়েকদিন পর লাউয়াছদায় অবমুক্ত করা হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer