Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

প্রশ্নপত্র ফাঁসরোধ সরকারের একার দায়িত্ব নয়: শিক্ষামন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ২২ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রশ্নপত্র ফাঁসরোধ সরকারের একার দায়িত্ব নয়: শিক্ষামন্ত্রী

ঢাকা : এসএসসি পরীক্ষাসহ সকল পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসরোধ ও ত্রুটিমুক্ত রাখা সরকারের একার দায়িত্ব নয়। শিক্ষক ও অভিভাবকদেরও দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার সকালে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেটি আমাদের সবার জন্যেই পরীক্ষা। এই পরীক্ষা যেন হয় প্রশ্নফাঁস মুক্ত নকল মুক্ত। শুধু সরকার নয়, প্রতিটি অভিভাবক প্রতিটি শিক্ষক এবং প্রতিটি শিক্ষার্থীকে কাজ করতে হবে। সকল নাগরিকেরও সেখানে দায়িত্ব আছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer