Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

প্রধানমন্ত্রীসহ ৩ মন্ত্রীর দায়িত্বে আরও চার মন্ত্রণালয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ১১ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রধানমন্ত্রীসহ ৩ মন্ত্রীর দায়িত্বে আরও চার মন্ত্রণালয়

ঢাকা : চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন মন্ত্রীকে চার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার দফতর বণ্টন করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব খন্দকার মোশাররফ হোসেন ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আ ক ম মোজাম্মেল হক।

গত রোববার চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রিপরিষদ। যে যার মন্ত্রীকে অব্যাহতি দেয়া হয়েছিল তারা হলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer