Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ডেনমার্ক-দ.কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩, ২০ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রধানমন্ত্রীর সঙ্গে ডেনমার্ক-দ.কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাত

ছবি: পিআইডি

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্ক ও দক্ষিণ কোরিয়ার আবাসিক রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

প্রথমে সকাল ১১টার দিকে আসেন নবনিযুক্ত ডেনমার্কের আবাসিক রাষ্ট্রদূত উইনি পিটারসেন। এসময় তাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সাক্ষাতে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এরপর দুপুর ১২টার দিকে আসেন বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার আবাসিক রাষ্ট্রদূত হু কং ইল। সাক্ষাতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer