Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে থাকছেন না আশরাফ সিদ্দিকী বিটু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:২৭, ১৫ জুলাই ২০২২

প্রিন্ট:

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে থাকছেন না আশরাফ সিদ্দিকী বিটু

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে আর থাকছেন না মু. আশরাফ সিদ্দিকী (বিটু)। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে নিয়োজিত মু. আশরাফ সিদ্দিকীর (বিটু) আবেদনের পরিপ্রেক্ষিতে তার চুক্তিভিত্তিক নিয়োগ আগামী ২১ জুলাই ২০২২ তারিখ থেকে বাতিল করা হল।

জানা গেছে, ২১ জুলাই থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ কার্যকর হবে।তবে কী কারণে তিনি প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এই চাকরি ছাড়লেন, তা জানা যায়নি।

২০১৭ সালে সর্বপ্রথম প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছিলেন আশরাফ বিটু। সবশেষ ২০২১ সালে তার চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer