Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হোয়াটমোর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ২৮ আগস্ট ২০২১

প্রিন্ট:

প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হোয়াটমোর

নেপাল দলের প্রধান কোচের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন কোচ ডেভ হোয়াটমোর। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করার লক্ষ্য নিয়ে নেপালের কোচ হয়েছিলেন ডেভ হোয়াটমোর। আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন তিনি।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) জানিয়েছে, পরিবারকে সময় দেওয়ার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ডেভ হোয়াটমোর। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে যে ম্যাচগুলো খেলবে নেপাল, হোয়াটমোর অবশ্য সেসব ম্যাচ পর্যন্ত প্রধান কোচ হিসেবে কাজ করবেন।

এশিয়ার ক্রিকেটের বুকে আলাদা এক জায়গা করে আছেন হোয়াটমোর। সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটের রাজসিক উত্থানের বীজ বপন করে দিয়েছিলেন। তার আগে দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কার সাথে, দলটিকে জিতিয়েছেন বিশ্বকাপ। এরপর পাকিস্তান ও জিম্বাবুয়ে জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer