Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

প্রথমবারের মতো কিম-পুতিন বৈঠক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ২৫ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

প্রথমবারের মতো কিম-পুতিন বৈঠক

ঢাকা : প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে এই শীর্ষ দুই নেতা বৈঠকে বসেন। 

বৈঠকে কোরিয়া উপ-দ্বীপের `পারমাণবিক সমস্যা` নিয়ে আলোভনার কথা রয়েছে। বৈঠকে এই ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের বিষয়টি গুরুত্ব পাবে। তবে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত দুই দফা বৈঠক ব্যর্থ হওয়ায় ক্ষমতাধর কোনো দেশের সমর্থন পাওয়ার লক্ষ্যেই কিমের এই রাশিয়া যাত্রা।

এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা জুরি উশাকোভ জানান, `সম্প্রতি কয়েক মাস ধরে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী করতে রাশিয়া যেকোনো ভাবে সাহায্য করতে ইচ্ছুক`।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer