Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

প্রথমবার সার্বিয়ায় গেলেন বাংলাদেশি শ্রমিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ১২ জুন ২০২১

প্রিন্ট:

প্রথমবার সার্বিয়ায় গেলেন বাংলাদেশি শ্রমিক

প্রথমবার সার্বিয়ায় গেলেন একদল বাংলাদেশি শ্রমিক। এর মধ্য দিয়ে ইউরোপে নতুন শ্রমবাজার উন্মুক্ত হলো বাংলাদেশের।

শনিবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথম দফায় ৯ জনকে পাঠানো হয়। দারিদ্যমোচনে কাজ করার পাশাশাশি দেশ ও পরিবারের জন্য সুনাম বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিদেশে গিয়ে ভালো উপার্জন করতে হলে নিজেকে দক্ষ করে গড়ে তোলার পরামর্শ বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর।

করোনাকালে একে একে যখন সংকুচিত হয়ে আসছে আন্তর্জাতিক শ্রমবাজার তখন আশার আলো দেখাল ইউরোপের দেশ সার্বিয়া। বাংলাদেশ থেকে দুই শতাধিক দক্ষ শ্রমিক চেয়েছে দেশটি। এর মধ্যে শনিবার ভোরে প্রথম দফায় ৯ জন ঢাকা ছেড়েছেন। কিছুদিনের মধ্যে পাঠানো হবে আরও ২৩ জনকে।

দেশ ছেড়ে হাজার মাইল দূরের গন্তব্যে উড়াল দেওয়ার আগে দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইউরোপগামীরা। পরিবার-পরিজনকে উন্নত জীবন দেওয়ার পাশাপাশি বিদেশে উজ্জ্বল করতে চান বাংলাদেশের নাম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer