Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

প্রথম ম্যাচেই সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ১ অক্টোবর ২০২২

প্রিন্ট:

প্রথম ম্যাচেই সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

নারীদের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে সহজ লক্ষ্য পেয়েছে বাংলাদেশ নারী দল। রুমানা-সোহেলীর বোলিং তাণ্ডবে ১৯.৪ ওভারে মাত্র ৮২ রানেই অলআউট হয় থাইল্যান্ডের নারীরা। বাংলাদেশের নারীদের প্রথম ম্যাচ জিততে প্রয়োজন ৮৩ রান।

শনিবার আসরের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন থাইল্যান্ড অধিনায়ক চাইওয়াই। তবে বাংলাদেশের নারীদের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে থাইল্যান্ড। ওপেনিং জুটি থেকে আসে ১৩ রান। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। থাইল্যান্ডের হয়ে ২২ বলে সর্বোচ্চ ২৬ রান করেছেন মায়া। এ ছাড়াও ৩৮ বলে ২০ রান করেছেন নাত্থাকান চান্থাম।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট পেয়েছেন রুমানা আহমেদ। এ ছাড়াও দুটি করে উইকেট পেয়েছেন নাহিদা, সানজিদা এবং সোহেলী।
২০১৮ সালের পর আবারও দেশের মাটিতে খেলছে নিগার সুলতানারা। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে মিশন শিরোপা ধরে রাখা। টি-টোয়েন্টির সমীকরণে ভারত-পাকিস্তান তো আছেই, থাইল্যান্ড ও শ্রীলঙ্কাও হতে পারে প্রবল প্রতিপক্ষ।

সাত দেশের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে। ফলে গ্রুপ পর্বে প্রতিটি দলের ম্যাচ দাঁড়াবে ৬টি করে। পয়েন্ট তালিকার সেরা চার দল উঠবে সেমিফাইনালে।

মেয়েদের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ হলেও এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে ভারত। টি-টোয়েন্টি সংস্করণে দুটি আর একদিনের সংস্করণে চারটি মিলিয়ে মোট ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer