Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে ফিলিস্তিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬, ১৭ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে ফিলিস্তিন

ঢাকা : বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল ফিলিস্তিন। এবার ‘এ’ গ্রুপের আরেক দল শ্রীলংকাকে একই ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়নরা।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে লংকানদের উপর আক্রমণের ঢেউ ‍তুলে ফিলিস্তিন। তবে গোলের দেখা পাচ্ছিল না। শেষ পযর্ন্ত ফিলিস্তিন গোলের দেখা পায় ইনজুরি সময়ে। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে আবু আরদা এবং ষষ্ঠ মিনিটে খালেদ সালেমের গোলে শেষ চারের টিকেট নিশ্চিত করে তারা।

প্রথম ম্যাচে হারলেও অবশ্য সেমিতে যাওয়ার সুযোগ আছে শ্রীলংকার। সুযোগ আছে স্বাগতিক বাংলাদেশেরও। সেক্ষেত্রে জয় ছাড়া কোনো বিকল্প নেই দুই দলের সামনে। বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচটি ড্র হলে শেষ চার নির্ধারিত হবে টসের মাধ্যমে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer