Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

প্রথম কৃষ্ণাঙ্গ প্রধান পেল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ১২ জুন ২০২০

প্রিন্ট:

প্রথম কৃষ্ণাঙ্গ প্রধান পেল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী

ঢাকা : পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে পুরো দেশ যখন টালমাটাল, তখনই একজন কৃষ্ণাঙ্গকে বিমান বাহিনীতে প্রধান হিসেবে নিয়োগ দিল যুক্তরাষ্ট্র।

একজন আফ্রো-আমেরিকান জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রকে বিমান বাহিনীর চিফ অফ স্টাফ পদে মনোনয়ন অনুমোদন দেয় সিনেট। চার্লস ব্রাউন জুনিয়রই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পেলেন।

এর আগে এই কর্মকর্তা বিমান বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ছিলেন। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। সে সময় মধ্যপ্রাচ্যে দেশটির সকল সামরিক কর্মকাণ্ড তদারকি করেছেন।

সিনেটে জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রের পক্ষে ৯৮টি ভোট পড়ে। বিপক্ষে কোনো ভোট পড়েনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer