Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

প্রথম কাজ কোভিড পরিস্থিতি মোকাবিলা: শপথ নিয়েই বললেন মমতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ৫ মে ২০২১

আপডেট: ১১:৫৯, ৫ মে ২০২১

প্রিন্ট:

প্রথম কাজ কোভিড পরিস্থিতি মোকাবিলা: শপথ নিয়েই বললেন মমতা

বুধবার রাজভবনে তৃতীয় বারের জন্য ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নিয়েই তিনি জানালেন, তাঁর প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। শপথ নেওয়ার পরে নবান্নে গিয়ে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন মমতা। খবর আনন্দবাজার পত্রিকা

বুধবার রাজ্যপালের থেকে শপথ বাক্য পাঠ করার পরে মমতা বলেন, তাঁর সরকারের প্রথম কাজ রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা। রাজভবন থেকে সরাসরি নবান্নে গিয়ে বেলা সাড়ে ১২টা নাগাদ বৈঠকে বসবেন তিনি। সেখানেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তার পর দুপুর ৩টের সময় সাংবাদিক বৈঠক করবেন মমতা। বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে সবাইকে জানাবেন মুখ্যমন্ত্রী।

এর আগে গত রোববার নির্বাচনের ফল পরিষ্কার হতেই কালীঘাটে সাংবাদিকদের সামনে মমতা বলেছিলেন, তাঁর প্রথম কাজ হবে করোনা পরিস্থিতির মোকাবিলা করা। শপথ নেওয়ার পরেও সেই একই কথা শোনা গেল তাঁর মুখে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer