Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

প্রতিশ্রুতি পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ৯ জানুয়ারি ২০১৯

আপডেট: ১৩:৪৪, ৯ জানুয়ারি ২০১৯

প্রিন্ট:

প্রতিশ্রুতি পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহার

ঢাকা: বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে বিআরটিসির চালক ও শ্রমিকরা।কর্মবিরতির দ্বিতীয় দিন বুধবার ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মুস্তাক আহমেদ ডিপোতে গিয়ে কর্তৃপক্ষের প্রতিশ্রুতির কথা জানিয়ে তাদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।

জানা গেছে,বুধবার দুপুর ১টার মধ্যে কর্মীদের হাতে এক মাসের টাকা দেওয়া হবে। ৩১ জানুয়ারির মধ্যে তারা পাবেন আরও এক মাসের টাকা। এরপর জুলাই পর্যন্ত প্রতি মাসের বেতনের সঙ্গে ধাপে ধাপে বাকি টাকা পরিশোধ করবে বিআরটিসি কর্তৃপক্ষ।

এই প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলনরত চালক ও শ্রমিকরা বেলা পৌনে ১২টার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন এবং এরপর ডিপো থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান।

বিআরটিসির জোয়ারসাহারা ডিপোতে একতলা, দ্বিতল এবং শীতাতপ নিয়ন্ত্রিত মিলিয়ে ১২০টি সচল বাস রয়েছে। এসব যানবাহনের আয় থেকেই কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। কিন্তু কয়েক বছর ধরে লোকসানের কারণে প্রায় ৫০০ কর্মীর বেতন অনিয়মিত হয়ে পড়ে।

সেই বকেয়া পরিশোধের দাবিতে মঙ্গলবার ভোরে জোয়ারসাহারা ডিপোর প্রধান ফটকে তালা দিয়ে কর্মবিরতি শুরু করেন চালক ও শ্রমিকরা।

জোয়ার সাহারার মত ঢাকার অন্যান্য ডিপোতেও কর্মীদের বেতন কমবেশি বকেয়া রয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer