Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

প্রকাশ্যে মাতলামি: পেরুর সাবেক প্রেসিডেন্ট আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ১৯ মার্চ ২০১৯

আপডেট: ১৫:১০, ১৯ মার্চ ২০১৯

প্রিন্ট:

প্রকাশ্যে মাতলামি: পেরুর সাবেক প্রেসিডেন্ট আটক

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডোকে প্রকাশ্যে মাতলামির অভিযোগে আটক করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। তবে অল্প সময় পর আলেজান্দ্রোকে ছেড়ে দেয়া হয় বলে খবরে বলা হয়েছে।

সান ম্যাটিও কাউন্টি শেরিফ অফিসের নারী মুখপাত্র রোজমেরি ব্ল্যাংকসওয়েড বলেন, টলেডোকে (৭৩) রবিবার পালো আলটোর এক রেস্তোরায় গ্রেফতার করা হয়। সোমবার ভোরে তাকে ছেড়ে দেয়া হয়।

ব্রাজিলের নির্মাণকারী প্রতিষ্ঠান ওদেব্রিচট’র সঙ্গে একটি বড় ধরনের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বিচারের জন্য পেরু কর্তৃপক্ষ টলেডোকে তাদের কাছে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আবেদন জানিয়েছে।

টলেডোর বিরুদ্ধে ব্রাজিলের ওই কোম্পানির কাছ থেকে ২ কোটি মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। তবে ব্ল্যাংকসওয়েড নিশ্চিত করেছেন যে, টলেডোকে পেরুর কাছে হস্তান্তর করা হবে না। টলেডো ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer