Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

প্রকাশ্যে আসছে আইয়ুব বাচ্চুর ১৮ ফুট উঁচু ‘রুপালি গিটার’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

প্রকাশ্যে আসছে আইয়ুব বাচ্চুর ১৮ ফুট উঁচু ‘রুপালি গিটার’

ঢাকা : বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি গিটারের জাদুকর আইযুব বাচ্চু। গায়ক হিসেবে উপমহাদেশে জয় করে নিয়েছেন লাখো শ্রোতার মন। কিন্তু হঠাৎ করেই গেল বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান বাংলা ব্যান্ডের এ জাদুকর। আজও কাটেনি তাকে হারানোর শোক। ভক্তরা তার গানের মাধ্যমে বুকে তাকে ধারণ করে আছেন।

চট্টগ্রামে জন্ম নেয়া আইযুব বাচ্চুকে স্মরণে রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরশন দারুণ এক উদ্যোগ নেয় চলতি বছরের জুলাইয়ে। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে জুলাই মাসে সিদ্ধান্ত নেন চট্টগ্রামের প্রবর্তক মোড়ে বসানো হবে রুপালি গিটার আদলের ভাস্কর্য। প্রবর্তক মোড়ের নাম হবে আইয়ুব বাচ্চু চত্বর।

অবশেষে গত ৮ আগস্ট থেকে প্রবর্তক মোড়ে দেখা যাচ্ছে আইয়ুব বাচ্চুর সেই গিটার। এর সবরকম কাজ শেষ হয়েছে। আনুষ্ঠানিক উদ্ধোধন হতে যাচ্ছে আগামীকাল ১৮ সেপ্টেম্বর।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীর এক মাস আগে ভাস্কর্যটির উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্টিলের পাতে তৈরি ১৮ ফুট উঁচু গিটারটিতে রয়েছে ৬টি তার। চট্টগ্রামের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তকের দিকে যাওয়ার সময় গিটারটির সামনের অংশ চোখে পড়বে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer