Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

প্যারোলে মুক্তি পেলেন হাজি সেলিম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ১ জুলাই ২০২২

প্রিন্ট:

প্যারোলে মুক্তি পেলেন হাজি সেলিম

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিমের বড় ভাই হাজী কায়েস (৭২) মারা গেছেন। ভাইয়ের জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন হাজি সেলিম। এর আগে তিনি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন।

শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে হাজি কায়েস তাঁর শ্যামলীর নিজ বাসায় মারা যান।

হাজি সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বার্ধক্যজনিত কারণে হাজি কায়েস মারা যান। তাঁর জানাজা চকবাজার শাহী জামে মসজিদে জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে। এবং জানাজা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।’

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বড় ভাইয়ের জানাজায় ও দাফনে অংশগ্রহণের জন্য সংসদ সদস্য হাজি মো. সেলিম দুপুর ২টা ২০ মিনিটে প্যারোলে মুক্তি পান।’

গত ২২ মে দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজি সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।

এক দিন কারাগারে থাকার পরদিন থেকে অসুস্থতাজনিত কারণে আদালতের নির্দেশে কারাগারের তত্ত্বাবধানে হাজি সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer