Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

প্যারিসে স্মৃতিসৌধে না যাওয়ায় সমালোচনার মুখে ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৪, ১৩ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্যারিসে স্মৃতিসৌধে না যাওয়ায় সমালোচনার মুখে ট্রাম্প

ঢাকা : প্যারিসে প্রথম বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনাবাহিনীর সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে না যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার সমালোচনায় মুখর হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী তোবিয়াস এলউড, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নাতি স্যার নিকোলাস সোয়ামেসসহ অনেকে।

তারা সবাই বলছেন, বৃষ্টি কখনো একজন প্রেসিডেন্টকে বীরদের সম্মান জানাতে বাধা হয়ে দাঁড়াতে পারে না। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন। কিন্তু বৃষ্টি এবং আবহাওয়া এত খারাপ ছিল যে, ৬০ মাইল দূরে তিনি যেতে পারেননি।

প্রেসিডেন্ট প্যারিসের মানুষকে কোনো দুর্ভোগে ফেলতে চাননি। তবে সমালোচকরা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১১৮ মাইল দূরে গিয়ে শ্রদ্ধা জানাতে পারলে প্রেসিডেন্ট ট্রাম্প কেন পারবেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফ্রান্স থেকে গতকাল ওয়াশিংটনে ফিরেছেন ট্রাম্প।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer