Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ৩০ মে, মজুরি ২ জুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ২৪ মে ২০১৯

প্রিন্ট:

পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ৩০ মে, মজুরি ২ জুন

ঢাকা: পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের ঈদ বোনাস বা উৎসব ভাতা ৩০ মে ও চলতি মাসের মজুরি ২ জুনের মধ্যে পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৪২ তম সভায় এ আহ্বান জানানো হয়। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মন্ত্রণালয়ের সচিব উম্মে হাসনা, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি রুবানা হক, মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, কোর কমিটির সভাপতি শ্রম প্রতিমন্ত্রী দেশের গার্মেন্টস শ্রমিকসহ সকল শ্রমিকদের ৩০ মে’র মধ্যে উৎসব ভাতা (বোনাস) এবং আগামী ২ জুনের মধ্যে মজুরি প্রদানের আহ্বান জানান।

সভায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক বলেন, জুন মাসের প্রথম সপ্তাহে ঈদ। তাই ঈদের ছুটির পরে দশ দিনের মজুরি পেলে পোশাকশ্রমিকদের জন্যই ভালো। শ্রমিকেরা ওই দশ দিনের মজুরিতে বাকি মাসটি ভালোভাবে পার করতে পারবেন।

একইসঙ্গে বৈঠকে সড়ক-মহাসড়ক এবং রেল ও নৌপথের যানজট এড়াতে শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার আহ্বান জানানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer