Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

পেরুতে এই প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর মৃত্যু : হাসপাতাল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪, ২ আগস্ট ২০২২

প্রিন্ট:

পেরুতে এই প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর মৃত্যু : হাসপাতাল

পেরুতে সোমবার মাঙ্কিপক্সে আক্রান্ত এক রোগী মারা গেছেন। দেশটিতে এ রোগে আক্রান্ত এটি প্রথম মৃত্যুর ঘটনা। এদিকে এ পর্যন্ত পেরুতে ৩শ’রও বেশি মানুষ এ রোগে সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

লিমায় দোস ডি মায়ো হাসপাতালের পরিচালক এডুয়ার্দো ফরফান বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি রোগী ছিলেন। মাঙ্কিপক্সে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে এসেছিলেন। এইচআইভি/এইডস’র চিকিৎসা বন্ধ করে দেওয়ার পর তার স্বাস্থ্য একেবারে দুর্বল হয়ে পড়ে।’

ফরফান বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে শরীরে পচন ধরে ৪৫ বছর বয়সী এ ব্যক্তি মারা যান।
পরিচালক বলেন, অন্যান্য শারীরিক জটিলতাসহ মাঙ্কিপক্সে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তিনি জানান, তার হাসপাতালে প্রতিদিন মাঙ্কিপক্সে আক্রান্ত প্রায় আট বা নয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গত মে মাসে আফ্রিকার বাইরে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী ১৮ হাজারের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer