Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

পৃথিবীর দিকে ধেয়ে আসছে দুটি গ্রহাণু:একটির আকার তাজমহলের দ্বিগুণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ১৪ নভেম্বর ২০২০

প্রিন্ট:

পৃথিবীর দিকে ধেয়ে আসছে দুটি গ্রহাণু:একটির আকার তাজমহলের দ্বিগুণ

দীপাবলির রাতেই পৃথিবীর কাছ দিয়ে উড়ে যাবে দুটি গ্রহাণু। তার মধ্যে একটির আকার ছোট হলেও, অন্যটি আকারে অনেকটা বড়, প্রায় আগ্রার তাজমহলের আকারের দ্বিগুণ। বিজ্ঞানীরা এই গ্রহাণু দুটির নাম দিয়েছেন, ‘২০২০ টিবি ৯’ ও ‘২০২০ এসটি ১’।

নাসার পক্ষ থেকে জারি করা রিপোর্ট অনুসারে, এদের মধ্যে ২০২০ এসটি ১ ধ্বংসলীলা চালানোর শক্তি রাখে।

একটি গ্রহাণু যে ধ্বংসলীলা চালানোর যোগ্য, সেটি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত এটি পৃথিবীর কত কাছে আসতে পারে, সেটি একটি গ্রহাণুর ধ্বংসলীলা চালানোর ক্ষমতার উপর নির্ভর করে।

এছাড়াও আরও কয়েকটি মানদণ্ড রয়েছে, যা দিয়ে সবটা বিচার করা হয়। এক্ষেত্রে বলা হয়েছে, গ্রহাণু ২০২০ এসটি ১-এর আনুমানিক আকার ১৭৫ মিটার। এটি পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার সময় এর গতি থাকবে ঘণ্টায় ২৮,৬৪৬ কিলোমিটার।

এছাড়া অপর গ্রহাণু ২০২০ টিবি ৯-এর আকার ৩০ মিটার। একটি সাধারণ বিমানের মতো। এটি পৃথিবীকে অতিক্রম করে উড়ে যাবে ঘণ্টায় ২১,৬০০ কিলোমিটার গতিতে। এছাড়া গ্রহাণু ২০২০ ভিএল ১ ও ২০১৯ ভিএল ৫ পৃথিবীকে অতিক্রম করে চলে যাবে ১৩ ও ১৫ নভেম্বর।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer