Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

পায়রা বন্দরের মাস্টার প্লান প্রণয়নে বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ২২:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

প্রিন্ট:

পায়রা বন্দরের মাস্টার প্লান প্রণয়নে বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর

ঢাকা: দেশের তৃতীয় সমুদ্রবন্দরের সার্বিক উন্নয়নের জন্য ‘পায়রা বন্দরের ডিটেইল মাস্টার প্লান তৈরির পরামর্শ সেবা প্রদানে’ পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবে।

পিপিএ চেয়ারম্যান বলেছেন, ১২৪ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পোর্ট কনসালট্যান্ট রয়াল হাসকোনিং ডিএইচভি’র সহযোগিতায় বিআরটিসি, বুয়েট’র কনসালটেন্সি প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।

বাসসের সঙ্গে আলাপকালে তিনি বলেন,মাস্টার প্লান তৈরির জন্য সংশ্লিষ্ট রিপোর্ট ও ডকুমেন্ট পরামর্শক ১৮ মাসের মধ্যে সম্পন্ন করবে।সূত্র জানায়, বুয়েটের ২৯ জন প্রফেসর এবং রয়াল হাসকোনিং ডিএইচভি’র ৬১ জন বিশেষজ্ঞ এই চুক্তি বাস্তবায়ন কাজে নিযুক্ত হবেন।

দেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী জেলায় রাবনাবাদ চ্যানেলের তীরে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা বন্দর নির্মিত হচ্ছে। পায়রা বন্দর সরকারের অগ্রাধিকার প্রাপ্ত ১০টি প্রকল্পের একটি।

বাসস

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer