Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

পাহাড়িদের প্রধান উৎসব স্থগিতের আদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৯, ২ এপ্রিল ২০২০

প্রিন্ট:

পাহাড়িদের প্রধান উৎসব স্থগিতের আদেশ

ঢাকা : বিশ্বে করোনাভাইরাসের চলমান পরিস্থিতি ঠেকাতে দেশের তিন পার্বত্য জেলার পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান ও পহেলা বৈশাখের (বাংলা নববর্ষ) সব ধরনের অনুষ্ঠান স্থগিতের নির্দেশ দিয়েছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব আব্দুল ওয়াদুদ চৌধুরীর স্বাক্ষরিত এক পত্রে এ আদেশের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আগামী পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান বন্ধসহ তিন পার্বত্য জেলার কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান স্থগিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আদেশ পেয়ে ইতোমধ্যে রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ উপজেলাগুলোতে নিদের্শনা কার্যকর করতে পদক্ষেপ নিয়েছেন।

প্রতিবছর নতুন বছরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় জানানো হয়। এ অনুষ্ঠান তিন পার্বত্য জেলায় বসবাসরত পাহাড়িরা ১২ এপ্রিল থেকে তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান পালন করে থাকেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer