Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

পাহাড়ধসে রোহিঙ্গারা মরলে দায় আমাদের না : পররাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ২৫ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

পাহাড়ধসে রোহিঙ্গারা মরলে দায় আমাদের না : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা : সরকার জোর করে কাউকে ভাষানচরে নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে ভাষানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করতে না পারায় কক্সবাজারে বর্ষায় ভূমিধসে কোনো সমস্যা হলে তার দায় আন্তর্জাতিক সস্প্রদায়কে নিতে হবে বলে জানান তিনি।

পরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাখাইনে অস্থিরতার পেছনে কারা অস্ত্র সরবরাহ করছে, তাদের খুঁজে বের করতে হবে জাতিসংঘকে। বৃহস্পতিবার সংস্থার শীর্ষ তিন কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ কে আবদুল মোমেন।

এ কে আবদুল মোমেন বলেন, আমরা জোর করে কাওকে ভাষানচরে নেবে না। আবহাওয়া অফিস বলছে, বেশি বৃষ্টিপাত হবে। এতে পাহাড়ধস হলে মানুষ মারা যাবে। সেখানে কেউ মারা গেলে আমাদের কোনো দায় থাকবে না। যারা বাঁধা দিচ্ছে, তারাই এটার জন্য দায়ী থাকবেন।

এ সময় তিনি বলেন, ভাষানচরে রোহিঙ্গারা গেলে অর্থনৈতিকভাবে কাজ করার সুবিধা পাবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাখাইনে অস্থিরতার পেছনে কারা অস্ত্র সরবরাহ করছে, তাদের খুঁজে বের করতে হবে জাতিসংঘকে। যারা এসব অস্ত্র প্রচার করে তাদের একটা পরিচয় পাওয়া গেলে এসব থেকে সমাধান পাওয়া যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer