Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পার্ল হারবারে বন্দুকধারীর গুলি : আহত ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ৫ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

পার্ল হারবারে বন্দুকধারীর গুলি : আহত ৩

ঢাকা : যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবার সামরিক ঘাঁটিতে এক বন্দুকধারীর গুলিতে তিনজন আহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ঘাঁটিটির কর্মকর্তারা জানিয়েছেন।বুধবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পার্ল হারবার-হিক্যাম যৌথ ঘাঁটির এক মুখপাত্র।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। খবর রয়টার্সের।এক প্রত্যক্ষদর্শী হাওয়াই নিউজ নাউ-কে জানিয়েছেন, বন্দুকধারীকে নিজের মাথা বরাবর বন্দুক তাগ করে গুলি করতে দেখেছেন তিনি। বন্দুকধারী মার্কিন নৌবাহিনীর ইউনিফর্ম পরা ছিল বলেও তিনি জানিয়েছেন।

হনলুলু থেকে ১৩ কিলোমিটার দূরের পার্ল হারবার-হিক্যাম যৌথ ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর সম্মিলিত স্থাপনা আছে। হামলার পর প্রায় দুই ঘণ্টা ঘাঁটিটি বন্ধ রাখা হয়।১৯৪১ সালের ৭ ডিসেম্বর এই ঘাঁটিটিতে হামলা চালিয়েছিল জাপান। ওই হামলার পর জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।

ঐতিহাসিক ওই ঘটনার বর্ষপূর্তির তিনদিন আগে ঘাঁটিটিতে এ হামলার ঘটনা ঘটল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer