Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পাঠাও রাইডেও ভাড়া বাড়ল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ১২ আগস্ট ২০২২

প্রিন্ট:

পাঠাও রাইডেও ভাড়া বাড়ল

জ্বালানি তেলের দাম বাড়ায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ে মোটরসাইকেলের ভাড়া বেড়েছে। আগের তুলনায় প্রায় ১৭ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। তবে এখনও গাড়ির ভাড়া বাড়ানো হয়নি। সম্প্রতি এই নতুন ভাড়া কার্যকর করা হয়েছে।

নতুন ভাড়া অনুযায়ী, ঢাকায় প্রতি কিলোমিটারে এখন ১৫ টাকা ভাড়া দিতে হবে। আর সর্বনিন্ম ভাড়া দিতে হবে ৫০ টাকা। আগে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ১২ টাকা, সর্বনিন্ম ভাড়া নেওয়া হতো ৩০ টাকা। তবে ভিত্তি মূল্য ২৫ টাকা, প্রতি মিনিট চার্জ ৫০ পয়সা, ইন্স্যুরেন্স ফি এক টাকা অপরিবর্তিত থাকছে।

আর চট্টগ্রামে এখন থেকে প্রতি কিলোমিটারে ভাড়া নেওয়া হবে ১২ টাকা। ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিন্ম ভাড়া। অন্যান্য ফি অপরিবর্তিতই থাকছে। আর সিলেটে প্রতি কিলোমিটারে ভাড়া সাড়ে ৬ থেকে বাড়িয়ে সাড়ে ৮ টাকা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ৩০ থেকে বেড়ে হয়েছে ৩৫ টাকা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer