Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১০, ২৭ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ৬ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এখনও পারের অপেক্ষায় রয়েছে ঘাটে ৭ শতাধিক ছোট-বড় যানবাহন। তীব্র শীতে ভোগান্তিতে যাত্রী ও শ্রমিকরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত ১১টা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। রাত ১টার দিকে ঘন কুয়াশার কারণে বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

এ সময মাঝ নদীতে ৩৮টি যানবাহন নিয়ে আটকে পড়ে ছোট-বড় ৩টি ফেরি। ৬ ঘণ্টা বন্ধ থাকার পর কুয়াশার মাত্রা কমে এলে সকাল থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer