Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

পাটুরিয়া-দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে ট্রলারে পার হচ্ছে মানুষ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩২, ১৬ এপ্রিল ২০২১

প্রিন্ট:

পাটুরিয়া-দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে ট্রলারে পার হচ্ছে মানুষ

লকডাউনের তৃতীয় দিনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে জরুরি প্রয়োজনে চলছে তিনটি ফেরি। নানা অজুহাতে শুক্রবার ঘাটে আসছে মানুষ। ঝুঁকি নিয়ে ট্রলারে পার হচ্ছেন অনেকে।

জরুরি প্রয়োজনে ৩টি ফেরি চালু থাকলেও ঘাট কর্তৃপক্ষ যাত্রী বহনে কড়াকড়ি করছে। এতে ঝুঁকি নিয়ে ট্রলারে ২০টাকার ভাড়া ২০০ টাকা দিয়েও পার হতে দেখা যায়। লকডাউনে সামাজিক দূরত্ব তো মানছেই না বরং গাদাগাদি করে ট্রলারে পার হচ্ছেন অনেকে। ঘাট এলাকায় মানুষের জড়ো হয়ে থাকতেও দেখা যায়। এ সময় অনেকে মাস্ক ছাড়াও ঘোরাঘুরি করছে ঘাট এলাকায়। ঘাটে আসা মানুষ দিচ্ছেন নানা অজুহাত।

পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম জানায়, জরুরি প্রয়োজনে ৩টি ফেরি চলাচল করছে। কোনো যাত্রী বহন করা হচ্ছে না। আমরা সরকারি নির্দেশ মানছি। কেউ ঘাটে আসলে আমরা কী করব।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer