Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

পাটকল বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ-হতাশ খুলনার শ্রমিকরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৫, ৩ জুলাই ২০২০

আপডেট: ০৯:৩২, ৩ জুলাই ২০২০

প্রিন্ট:

পাটকল বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ-হতাশ খুলনার শ্রমিকরা

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা। সরকারের এ সিদ্ধান্তের ব্যাপারে শনিবার সকালে বৈঠক করে খুলনা অঞ্চলের শ্রমিকরা পরবর্তী সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন প্লাটিনাম জুবিলি জুট মিলের সিবিএ সভাপতি সাহানা শারমিন।

তিনি বলেন, শ্রমিকদের দাবি উপেক্ষা করে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের হাজার হাজার শ্রমিক। চাকরি শেষে যে সব শ্রমিক অবসরে যাবে তারা আশঙ্কা করছেন, সরকারি প্রতিশ্রুতি মতো তারা টাকা পাবে কি না। তাদের দাবি সরকার এককালীন টাকা পরিশোধ করবে। অপরদিকে, যারা ১০-১২ বছর চাকরি করছে, তাদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। তারা চাকরি হারানোর পর কী করবে এ নিয়ে তাদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শনিবার সকাল ৯টায় বৈঠক করে এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer