Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পাকিস্তানে যাত্রীবাহী বাসের সাথে তেলের ট্যাংকারের সংঘর্ষে নিহত ২০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ১৬ আগস্ট ২০২২

প্রিন্ট:

পাকিস্তানে যাত্রীবাহী বাসের সাথে তেলের ট্যাংকারের সংঘর্ষে নিহত ২০

পাকিস্তানে যাত্রীবাহী বাসের সঙ্গে তেলের ট্যাংকারের সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে দেশটির পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর মোটরওয়েতে এই ঘটনা ঘটে।

মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াট্টুর বিবৃতির উদ্ধৃত পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন জানাচ্ছে, লাহোর থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি মুলতান-সুক্কুর মোটরওয়েতে তেলের ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা মারে।

এদিকে স্থানীয় সূত্রের খবর থেকে জানা গেছে, দুর্ঘটনাকবলিত তেলের ট্যাংকারটি কয়েক হাজার লিটার পেট্রল বহন করছিল। স্থানীয়দের অনুমান বাস চালক ঘুমিয়ে পড়ার কারণে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer