Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

পাকিস্তান থেকে ভারতে হামলার ছক, জেহাদি ভিডিও প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ১৭ আগস্ট ২০১৯

প্রিন্ট:

পাকিস্তান থেকে ভারতে হামলার ছক, জেহাদি ভিডিও প্রকাশ

ছবি- সংগৃহীত

পাকিস্তানের জমি থেকে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। সম্প্রতি পাক-অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদ থেকে একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গিরা। ভারতে নাশকতা চালাতে মুসলিম `ধর্মযোদ্ধা`দের আহ্বান জানানো হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিনেতা সৈয়দ সালাউদ্দিনের নেতৃত্বে হিজবুল মুজাহিদিন এবং ইউনাইটেড জিহাদ কাউন্সিলের মতো সংগঠনগুলিকে ভারতে হামলা চালাতে পাক সরকার নতুন করে মদত দিচ্ছে। সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা তুলে দিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর এবার ভারতের বিরুদ্ধে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে পাক জেহাদিরা।

গত বৃহস্পতিবারই পাক-অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদের প্রেসক্লাবের সামনে মিছিল করে হিজবুল মুজাহিদিনের খালিদ সইফুল্লা এবং নইব আমিরের মতো সন্ত্রাসী নেতারা। সেখানে সরাসরি জিহাদের ডাক দেওয়া হয়। ভারতের বিরুদ্ধে হামলার হুঁশিয়ারি দেওয়া একটি ভিডিও প্রকাশ করা হয়।

সন্ত্রাসবাদীদের আর্থিক মদত দেওয়ার জন্য ইতিমধ্যেই ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের গ্রে তালিকায় রয়েছে পাকিস্তান। এবার যদি ওই দেশ নিজের অবস্থান না বদলায় তাহলে কালো তালিকাভুক্ত করা হতে পারে ইসলামাবাদকে।

এদিকে, জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে সমর্থন পায়নি পাকিস্তান। চীনের অনুরোধে কাশ্মীর ইস্যুতে শুক্রবার যে `ঘরোয়া বৈঠক` ডেকেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পায় নয়াদিল্লি। চীন ছাড়া পাকিস্তানের পাশে কেউ ছিল না।

এমনকি, ইন্দোনেশিয়া ও কুয়েতের সমর্থন জোগাড়েও ব্যর্থ হয় ইমরান প্রশাসন। এই বৈঠকের আগেই চীনের বিরোধিতা করে ফ্রান্স। শুধু ফ্রান্সই নয়, চীন ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য চার স্থায়ী সদস্য প্রকাশ্যে নয়াদিল্লির অবস্থান সমর্থন করে। এটি ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় বলে তারা মত প্রকাশ করে। একই পথে হেঁটে আমেরিকাও জানায়, কাশ্মীরের উন্নয়ন নিয়ে ভারতের এই সিদ্ধান্ত পুরোপুরিই তাদের অভ্যন্তরীণ বিষয়। সংবাদ প্রতিদিন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer