Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

পাঁচ শর্তে সুগন্ধি চাল রফতানির অনুমোদন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ১৪ জুলাই ২০২০

প্রিন্ট:

পাঁচ শর্তে সুগন্ধি চাল রফতানির অনুমোদন

পাঁচ শর্তে সুগন্ধি চাল রফতানির অনুমোদন দিয়েছে সরকার। রফতানিকারক প্রতিষ্ঠান এফসি ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে ১ হাজার মেট্রিক টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দেয়া হয়েছে।সম্প্রতি এই চাল রফতানিতে অনুমোদন দিয়ে বণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সুগন্ধি চাল মন্ত্রণালয়ের শর্ত মেনে রফতানি কার্যক্রম পরিচালনা করতে হবে। শর্তগুলো হচ্ছে- চাল রফতানিতে রফতানি নীতি ২০১৮-২০২১ অনুসরণ করতে হবে। রফতানিযোগ্য সুগন্ধি চাল ট্রান্সপারেন্ট প্যাকেটে প্যাকেটজাত করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রফতানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে। রফতানিকৃত সুগন্ধি চাল জাহাজিকরণ শেষে রফতানি সংক্রান্ত সংশ্লিষ্ট সব কাগজ বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। এ ছাড়া এই অনুমতির মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এ দিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, এই সুগন্ধি চাল রফতানিকারক প্রতিষ্ঠান এফসি ট্রেডিং কর্পোরেশনের আবেদনের প্রেক্ষিতে এ অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরকে বলা হয়েছে।

এ ছাড়া সূত্র জানায়, রফতানি নীতি আদেশ অনুযায়ী অনুমোদনসাপেক্ষে ২৫ ধরনের সুগন্ধি চাল রফতানির সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের আগ্রহপত্র বিবেচনা করে বাণিজ্য মন্ত্রণালয় কেস টু কেস ভিত্তিতে এই অনুমতি দিয়ে থাকে। তবে মোটা কিংবা সরু বা অন্যকোনো ধরনের চাল বর্তমানে রফতানির সুযোগ নেই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer