Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

পাঁচ বছর পর বাজেট অধিবেশনে বিএনপির উপস্থিতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ১৪ জুন ২০১৯

প্রিন্ট:

পাঁচ বছর পর বাজেট অধিবেশনে বিএনপির উপস্থিতি

ঢাকা : পাঁচ বছর পর জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিল বিএনপি। বৃহস্পতিবার ২০১৯-২০ সালের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন সংসদে ছিলেন দলটির নির্বাচিত সংসদ সদস্যরা।

সংখ্যার দিক থেকে কম হলেও গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করতে পুরো বাজেট অধিবেশনে থাকার ইচ্ছা রয়েছে তাদের। বাজেটে জনস্বার্থবিরোধী কিছু থাকলে তা বাদ দেয়ার জোরালো দাবি জানাবেন তারা।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাজেট প্রতিক্রিয়া জানাবে বিএনপি। দলটির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন গুলশান কার্যালয়ে বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে।

২০১৩ সালের ৭ জুন বাজেট ঘোষণার দিন সংসদে ছিলেন বিএনপির সংসদ সদস্যরা। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি। যে কারণে ওই সংসদে দলটির কোনো প্রতিনিধি ছিল না। এবার মাত্র ৬ জন সংসদ সদস্য থাকলেও এ সংসদেই কার্যকর ভূমিকা রাখতে চান তারা।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer