Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

পশ্চিমারা রেড লাইন অতিক্রম করলে কঠোর জবাব: পুতিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৯, ২২ এপ্রিল ২০২১

প্রিন্ট:

পশ্চিমারা রেড লাইন অতিক্রম করলে কঠোর জবাব: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার রেড লাইন অতিক্রম করলে অতি দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। ইউক্রেন সীমান্তে সৈন্য মোতায়েন এবং এর বিরুদ্ধে পশ্চিমাদের পালটা পদক্ষেপের মধ্যেই এই হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট পুতিন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার রেডলাইন অতিক্রম করলে এবং উসকানি দিলে দ্রুত কঠোর জবাব দেওয়া হবে। যারা এই উসকানি দিচ্ছেন তারা এরপর দুঃখ প্রকাশ করবেন। তিনি বলেন, আমরা ভালো সম্পর্ক চাই। আমরা বন্ধনের সেতুকে পোড়াতে চাই না। প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমাদের ভালো ইচ্ছাকে কেউ যদি ভুল বোঝে দুর্বলতা মনে করে এবং সেই সেতুকে ভাঙার চেষ্টা করে তাহলে তাদের জেনে রাখা উচিত, রাশিয়াও পালটা এবং কঠিন জবাব দেবে।’

তিনি তার দেশকে ‘টাইগার’ বলে উল্লেখ করেন যা হায়েনাদের দ্বারা বেষ্টিত বলে জানান। ৭৮ মিনিটের বক্তব্যে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া প্রতিটি ক্ষেত্রে তার রেডলাইনের বিষয়টি বিবেচনায় রাখে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer