Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

পশ্চিমাদের পাঠানো বিশাল অস্ত্রের চালান ধ্বংস: রাশিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ২১ মে ২০২২

প্রিন্ট:

পশ্চিমাদের পাঠানো বিশাল অস্ত্রের চালান ধ্বংস: রাশিয়া

ইউক্রেনকে সাহায্য করার জন্য পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রের একটি বড় চালান ধ্বংস করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। শনিবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সমুদ্র থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কিয়েভের পশ্চিমে উত্তর জাইতোমির অঞ্চলের একটি রেলস্টেশনের কাছে হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইউক্রেনের বাহিনীর জন্য পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে এসব অস্ত্র পাঠানোর কথা। এছাড়া আরেক আপডেটে রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনে স্পেশাল অপারেশন ফোর্সের ট্রেনিং ঘাঁটিতেও হামলা চালিয়েছে। পাশাপাশি ওডেসা বন্দর নগরীর কাছে জ্বালানি ভাণ্ডারেও হামলা চালিয়েছে বলে দাবি রাশিয়ার।

তবে বিবিসির পক্ষ থেকে রাশিয়ার এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer