Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পশুর উচ্ছিষ্টাংশ যথাযথভাবে অপসারণে পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ২০ জুলাই ২০২১

প্রিন্ট:

পশুর উচ্ছিষ্টাংশ যথাযথভাবে অপসারণে পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি ও এরপর পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশসম্মতভাবে অপসারণে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপঙ্কর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে যেসব নির্দেশনা পালনের জন্য আহ্বান জানানো হয়েছে সেগুলো হলো-

১. করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য সিটি করপোরেশন/ পৌরসভা/ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু কোরবানি করুন। যত্রতত্র পশু জবাই করা হতে বিরত থাকুন।

২. পশু জবাই এবং কোরবানির পুরো কার্যক্রম চলাকালে মাস্ক ব্যবহারসহ যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করুন। সুনির্দিষ্ট স্থানে গর্ত করে গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দিন।

৩. জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলুন।


৪. কোরবানির বর্জ্য অপসারণ বা কোরবানির গোশত বিতরণে পরিবেশসম্মত ব্যাগ/পাত্র ব্যবহার করুন।

৫. কোরবানিকৃত পশুর বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে সিটি করপোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদকে সহায়তা করুন।

৬. করোনাকালীন যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরবানি করুন এবং কোরবানিকৃত পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ সুরক্ষায় ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন করুন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer