Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

পর্যটকদের জন্য পুনরায় সীমান্ত খুলে দিচ্ছে মিয়ানমারের জান্তা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০০, ১২ মে ২০২২

প্রিন্ট:

পর্যটকদের জন্য পুনরায় সীমান্ত খুলে দিচ্ছে মিয়ানমারের জান্তা

মিয়ানমারের জান্তা দুই বছরেরও বেশি সময় বন্ধ রাখার পর পুনরায় পর্যটকদের ভিসার জন্য আবেদন করার অনুমতি দিচ্ছে।

মিয়ানমার করোনাভাইরাস মহামারীর শুরুতে সংক্রমণ রোধ করার লক্ষ্যে ২০২০ সালের মার্চ মাসে সীমান্ত বন্ধ করে দিয়েছিল। খবর এএফপি’র।

সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার দেশটি আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার জানিয়েছে, "পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে পর্যটন ই-ভিসার জন্য আবেদনের অনুমতি দেওয়া হবে এবং ১৫ মে ২০২২ থেকে আবেদন গ্রহণ করা হবে।"

অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো সতর্ক করেছে যে, পর্যটকরা মিয়ানমার ভ্রমন করলে তাদের পরিশোধ করা ডলার খনি, ব্যাংক, পেট্রোলিয়াম, কৃষি এবং পর্যটন সহ অর্থনীতির অনেক খাত থেকে সেনাবাহিনীর কোষাগারে জমা হবে।"

অ্যাক্টিভিস্ট গ্রুপ জাস্টিস ফর মিয়ানমার বলেছে, "বিদেশী পর্যটকরা যদি মিয়ানমার সামরিক বাহিনী ও তাদের সহযোগীদের মালিকানাধীন হোটেল ও পরিবহন এড়িয়ে চলে, তবুও তারা ভিসা ফি, বীমা ও ট্যাক্সের মাধ্যমে জান্তাকে অর্থায়ন করবে।"

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer