Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

পর্যটকদের জন্য খুলছে কাশ্মীরের দরজা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭, ১৫ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

পর্যটকদের জন্য খুলছে কাশ্মীরের দরজা

ঢাকা : দুই মাস বন্ধ থাকার পর পর্যটকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে জম্মু-কাশ্মীরে। আগামী ১০ অক্টোবর থেকে আর থাকছে না এ নিষেধাজ্ঞা। সোমবার ওই এলাকার গভর্নর শ্রী সত্য পাল মালিক উপদেষ্টা এবং মুখ্যসচিবদের সঙ্গে পরিস্থিতি ও সুরক্ষা পর্যালোচনা সভায় এ ঘোষণা দেন।

জম্মু ও কাশ্মীর প্রশাসনের তথ্য বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে, প্রায় দুই মাস ধরে জম্মু-কাশ্মীরে যেতে পর্যটকদের ওপর যে নিষেধাজ্ঞা জারি রয়েছে, তা গভর্নরের নির্দেশে ১০ অক্টোবর থেকে তুলে দেয়া হবে।

এর আগে ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে রাজ্যটিকে কেন্দ্রশাসিত দু’টি অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয়। এর প্রতিবাদে সেখানে আন্দোলন চলছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer